+8801712-506181

What is the SERVO Motor & How to Operation

সার্ভো মোটরঃ
-ইহা এমন একটি বিশেষ মোটর যা বৃহৎ প্রিসিশন,পজিশনিং এবং মেশিন কনট্রোলে ব্যবহ্রত হয়।যেহেতু এই মোটর গুলো একটি নির্দিষট কমান্ডের ভিত্তিতে কাজ করে তাহাকে সার্ভো মোটর বলে।

প্রকার ভেদঃ
সার্ভো সিস্টেম দুই প্রকার
১। ডিসি সার্ভো সিস্টেম।
২। এসি সার্ভো সিস্টেম।

এই মোটরের বৈশিষ্ট্যঃ
১। যে কোন গতিতে উচ্চ টর্ক সৃষ্টি করার সামর্থ্য থাকতে হবে।
২। নিন্ম গতিতে বা স্থির অবস্থায় অতি মাত্রায় উত্তপত হবে না।
৩। দিক ও ত্বরণ পরিবর্তনের সামর্থ্য থাকতে হবে।
৪। সঠিক অবস্থানে পৌঁছাতে রেম্প আপ এবং ডাইন সূক্ষ্ম ভাবে হতে হবে।
৫। বারবার পরিচালনার সময় ড্রিফট লিমিট থাকতে হবে।।
৬। যে কোন লোডে সূক্ষ্ম ভাবে ত্বারিত ও অত্বারিত (একছেলেটর,ডেকছেলেটর) সামর্থ্য থাকতে হবে ইত্যাদি।

এই মোটরের সুবিধাঃ
১। এটা অনেক বেশি লোডে কাজ করতে পারে।
২। সূক্ষ্ম টাইম মেনে কাজ করতে পারে।
৩। মোটরে কোন সমস্যা হলে ডিসপ্লে সু করে।
৪। অধিক দক্ষতার সহিত কাজ করে।
৫। এর ইফিসিয়েনসি ১০০%
৬। ব্রেক ম্যাগনেট অত্যনত শক্তিশালি।
৭। এই মোটর সহজে নষ্ট হয় না। ইত্যাদি

অসুবিধাঃ
১। এই মোটর অত্যনত দামী।
২। এটা নষ্ট হলে সহজে মেরামত করা যায় না।
৩। এটা কনট্রোল অত্যনত জটিল।
৪। পিএলসি ছাড়া কনট্রোল করা অনেক জটিল।
৫। এই মোটরের বিকল্প সাধারণ মোটরের মত নয়।ইত্যাদি

More from the blog

Step-by-Step Guide How to Connect a Servo Drive to a PLC

A servo drive is a type of motor controller that is use to control the speed and position of a servo motor. A PLC,...

Getting Started with Programmable Logic Controllers A Beginner’s Guide

programmable Logic Controllers Beginner's Guide, or PLCs for short, are computeriz systems use in industrial and manufacturing applications to automate processes. PLCs are highly...

17-Step Checklist for Repairing a Variable Frequency Drive (VFD)

In conclusion, A Variable Frequency Drive (VFD) is an important component of many industrial applications. However, and it is critical to keep them running...

How To Fix a PLC Connector

how to fix a plc connector Programmable Logic Controllers (PLCs) are use in many industrial and commercial systems to control and automate processes. They...
×
× How can I help you?